বেড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর গুলি, আহত ২০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457111872.jpg)
পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা।
এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সমর্থক বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বর্তমান চেয়ারম্যান ও ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদার জানান, বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকেই পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সমর্থনপুষ্ট নাসির বাহিনীর প্রধান নাসির ও চরমপন্থী নেতা জুলহাস বাহিনীর ক্যাডাররা বন্দুক, কাটা রাইফেল, ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢালাচরের সিদ্দিক মোড়ে তারা নৌকা প্রতীকের কার্যালয়ে হামলা ও গুলি চালায়। এতে তিনিসহ প্রায় ২০ জন আহত হন। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনের অবস্থা গুরুতর। ওই ছয়জন হলেন কালাম ফকির (৪০), পাশান শেখ (৪৪), সালাম (৫২) , অহেদ আলী (৬০), গোলাম খাঁ (৫৫) ও মাহাতাব (২২)।
এ ঘটনায় কোরবান আলী সরদার বাদী হয়ে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন, আওয়ামী লীগ নেতা জুলহাস আলীসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে আমিনপুর থানায় মামলা করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোরবান আলী নিজেই সন্ত্রাসী। তার ওপর নৌকা প্রতীক পেয়েছেন। তাঁর দাপটে আমরা দিশেহারা। আমাদের কর্মীদের তাঁরা মাঠেই নামতে দিচ্ছেন না। উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘এমপির নিজস্ব কোনো প্রার্থী নেই। তা ছাড়া এমপিদের কোনো প্রার্থীর পক্ষ নেওয়া আচরণবিধিসম্মত নয়। তাই নিয়মের বাইরে এমপিদের যাওয়ার সুযোগ নেই।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঢালারচরে গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।