রাজধানীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/05/photo-1457155292.jpg)
রাজধানী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার গুলশান থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বার্তা সংস্থা ইউএনবিকে জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে গুলশান-১ এলাকার একটি সড়কে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নারীর শরীরে অন্তত আটটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আঘাতগুলো সবই পেটের ডানদিকে করা হয়েছে।
অজ্ঞাত পরিচয়ের এই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে সকাল পৌনে ১১টা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।