মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের মতবিনিময়
মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে প্রেস কাউন্সিল। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সার্কিট হাউসে এ সভা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ ও বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ। সভায় জেলার প্রায় ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।