ময়মনসিংহে যুবকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/06/photo-1457235262.jpg)
ময়মনসিংহের বাইপাস সড়কের পাশে উজান বাড়েরায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
ঘটনাস্থলে শত শত লোকজন ভিড় করেছে। কয়েকজন জানান, যুবকের লাশ দেখে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ এসে লাশ থানায় নিয়ে গেছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশ।