‘পৌর স্টাইল’ ইউপিতেও দেখছে বিএনপি
বিগত পৌরসভা নির্বাচনে যেভাবে ‘কাটাছেঁড়া’ করে ভোট হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একইভাবে ভোটগ্রহণ হবে বলে আশঙ্কা করছেন যশোরের মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল।
আজ সোমবার দুপুরে মণিরামপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন শহীদ ইকবাল। এ সময় সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ থানা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শহীদ ইকবাল অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমন আচরণ শুরু করেছে যে, ১৬টি ইউনিয়নে আমাদের প্রার্থী ও নেতাকর্মীরা সঠিকভাবে নির্বাচন করতে পারছে না। সকাল ১০টার মধ্যে ভোট হয়ে যাবে, তোমাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই, এসব কথা বলে এরই মধ্যে হুমকি-ধমকি দেওয়া শুরু হয়েছে।’
এসব কারণেই ভোট নিরপেক্ষভাবে হবে না বলে আশঙ্কা করছেন মণিরামপুর থানা বিএনপির সভাপতি। তিনি অভিযোগ করেন, সম্প্রতি শ্যামকুড় ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা তো নেয়নি, উল্টো বিএনপি মনোনীত প্রার্থী মশিউর রহমানকে আসামি করে ২৬ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।’
‘খানপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মুজিবর রহমানের প্রচার মাইক কেড়ে নিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।’
অ্যাডভোকেট শহীদ ইকবাল আরো বলেন, মণিরামপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে এখনো গ্রেপ্তার-আতঙ্ক রয়েছে। এ অবস্থায় প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে কোনোভাবেই সুষ্ঠু ভোট হবে না বলে তিনি মন্তব্য করেন।