চাঁদপুরে ট্রাকে পেট্রলবোমায় চালক নিহত, দগ্ধ ৩
চাঁদপুর সদরে পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় চালক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন তিনজন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফকে (৩৮) প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনের মুখমণ্ডলসহ শরীরের সিংহভাগই ঝলসে গেছে।
ওসি আবদুল কাইয়ুম জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুর হরিনা ফেরিঘাটে যাওয়ার পথে চান্দ্রা সড়ক এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাকচালক জাহাঙ্গীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আরো তিনজন দগ্ধ হন।
ট্রাকে পেট্রলবোমার ঘটনায় দগ্ধদের দেখতে আজ সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গেছেন পুলিশ সুপার (এসপি) আমির জাফর।
এ ঘটনায় জড়িত সন্দেহে চান্দ্রা এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ৭টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।
এদিকে, সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে পুরানবাজারে একটি পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চালক গুরুতর আহত হন। তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।