চট্টগ্রাম বন্দরে ভারতীয় তিন জাহাজ

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি প্রশিক্ষণ জাহাজ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছে জাহাজ তিনটি।
এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ অব স্টাফ ক্যাপ্টেন একেএম শেরাফুল্লাহ জাহাজ তিনটিকে স্বাগত জানান। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নৌবাহিনীর বাদক দল তাদের স্বাগত জানায়।
ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো হলো আইএনএস তীর, আইএনএস কেসরি ও আইসিজিএস বরুণা।
এর আগে সফরকারী জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাদের অভ্যর্থনা জানায়।
নৌবাহিনীর কমান্ডার শামীম মোহাম্মদ খান এনটিভি অনলাইনকে জানান, সফরকালে প্রশিক্ষণ জাহাজের কর্মকর্তারা দুদেশের মধ্যে প্রশিক্ষণ বিনিময় করবেন। এছাড়া জাহাজ তিনটির অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক অধিনায়কদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সফরের অংশ হিসেবে জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌ জাহাজ শহীদ মোয়াজ্জেমসহ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজ তিনটিতে প্রশিক্ষণার্থীসহ ২৮৫ কর্মকর্তা ও ৫৬০ নাবিক রয়েছেন। আগামী ২২ মার্চ শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটির বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।