হবিগঞ্জ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু!
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে এক রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে তাঁর ছেলে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।
মৃত আবদুল মতলিবের (৭০) বাড়ি জেলার লাখাই উপজেলার পূর্ব সিংহ গ্রামে।
মতলিবের ছেলে আবদুর রহমান অভিযোগ করেন, শ্বাসকষ্টের কারণে তাঁর বাবা আবদুল মতলিবকে গত রোববার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুদিন ধরে হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থা ও আজ বিকেল থেকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাবা বিনা চিকিৎসায় মারা যান।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজিবুল শহীদের বক্তব্য জানতে তাঁকে একাধিকবার ফোন দিলেও তিনি কথা বলেননি।
এর আগে ডা. নজিবুল শহীদ এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, চিকিৎসকসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ হাসপাতালে পৌঁছার সঙ্গে সঙ্গে নিরাপত্তার অভাবের কথা বলে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা চলে গেছেন। ফলে হাসপাতালে রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনকে চিকিৎসা প্রদানে অবহেলা ও তাঁর দুই কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় হবিগঞ্জ আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মঈনসহ ১৩ জনের বিরুদ্ধে আজ বিকেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার খবর হাসপাতালে পৌঁছার সঙ্গে সঙ্গে নিরাপত্তার অভাব দেখিয়ে হাসপাতালের সকল ডাক্তার ও ব্রাদার-নার্সসহ কর্মচারীরা হাসপাতাল ছেড়ে চলে যান। ফলে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। অবস্থার পরিপ্রেক্ষিতে রোগীদের নিয়েও স্বজনরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।