পঞ্চগড়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প
পঞ্চগড়ের বোদা উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প।
অনুসন্ধিৎসুচক্র বিজ্ঞান সংগঠন বোদা শাখা এই ক্যাম্পের আয়োজন করে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর। এ কারণে আমরা বিনামূল্যে ফিল্টার গ্লাস দিয়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করেছি। শত শত শিশু, কিশোর-কিশোরী এবং নারী-পুরুষ ক্যাম্পে এসে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন।
সংগঠনের বোদা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু জানান, আকাশ পরিষ্কার থাকায় আজ বুধবার সকাল ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা হয়। সূর্য পর্যবেক্ষণ করার জন্য এলাকার বিভিন্ন বয়সীরা ভোর থেকে ক্যাম্পে আসা শুরু করে।
বোদা উপজেলার জমাদারপাড়া এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত এসেছিল ক্যাম্পে। সে জানায়, এই প্রথমবার সে আংশিক সূর্যবেক্ষণ পর্যবেক্ষণ করেছে। খুব ভালো লেগেছে।
উপজেলা সদরের সিপাইপাড়া এলাকার এমরান আল আমীনের মেয়ে আফসারা তাসনিম ঈশিতা বলে, ‘পরিবারের সদস্যদের সঙ্গে এসে সূর্য পর্যবেক্ষণ করেছি। আমার খুব ভালো লেগেছে। পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ায় জন্য সংগঠনটিকে ধন্যবাদ।’
বোদা বাজারের ব্যবসায়ী এস এম শীলন জানান, এবারই প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখলাম। খুব ভালো লাগল। নির্দিষ্ট সময়ের মধ্যে সূর্যটির অর্ধেক অংশ কালো হয়ে গেল।