পদ্মবিলা ও কুতুবপুরে দুজনের প্রার্থিতা প্রত্যাহার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/09/photo-1457536831.jpg)
দ্বিতীয় দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীরা লিখিতভাবে প্রত্যাহারের আবেদন করেন।
এঁরা হলেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ধুতুরহাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে নজির আহম্মেদ। এ ওয়ার্ডে বর্তমানে কামাল উদ্দিন, আব্দুল জলিল ও মাসুদ রেজা নামে তিনজন সদস্য পদে প্রার্থী রয়েছেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বোয়ালিয়া গ্রামের গোলাম মণ্ডলের ছেলে আলী হোসেন। এ ওয়ার্ডে সামছুল আলম, জামাত আলী, হায়দার আলী ও কবির মিয়া নামে চারজন সদস্য পদে প্রার্থী রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ৮ মার্চ মোমিনপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন ও কুতুবপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বদর উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর ইউপি নির্বাচনে ১৩ মার্চ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৪ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।