বাগেরহাটে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০
বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপার মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী আজিজুর রহমান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদস্য প্রার্থী কামরুল ইসলামের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোল্লারহাট স্বাস্থ্যকেন্দ্র ও গোপালগঞ্জ সদর হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে।
ওসি জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. শাহিনুর আলম সানা বলেন, নিজ দলের দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থল ছিলেন। দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টার করে তিনি ব্যর্থ করেছেন।
স্থানীয় লোকজন ও মোল্লারহাট উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।