প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য প্রার্থী আহতের অভিযোগ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রতিপক্ষের হামলায় মো. মোস্তফা (৩৮) নামের এক সদস্য প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী মো. মোস্তফাকে মারধর করে তালা প্রতীকধারী অপর প্রার্থী হাবিবুল্লাহ হাওলাদারের (৫৩) সমর্থকরা। এ সময় মোস্তফার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মারধরে আহত মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মোস্তফার স্ত্রী ফারহানা আক্তার চুমকি বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সিরাজদীখান থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
জানতে চাইলে মোস্তফার স্ত্রী চুমকি বলেন, ‘দুপুরে হাবিবুল্লাহ ও তাঁর লোকজন আমাদের বাড়ি এসে হুমকি দেয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে। বিকেলে আমার স্বামী মোটরসাইকেলে করে বাড়ি আসার পথে রাস্তায় তাঁকে লাঠিসোটা নিয়ে মারধর করে।’
অন্যদিকে হাবিবুল্লাহর নাতি রাকিব বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে নির্বাচন করতে দেবে না এমন হুমকি দেয় মোস্তফা। এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে কথাকাটাকাটি হয়। মোটরসাইকেল ফেলে সে দৌড়ে চলে যায়। এর বেশি কিছু ঘটেনি।’
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।’