মানিকগঞ্জে হত্যার পর মোটরসাইকেল লুট, আটক ২
মানিকগঞ্জে আখিনুল ইসলাম (১৮) নামের এক তরুণকে গলা কেটে হত্যার পর তাঁর মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে শিবালয় উপজেলার তিসুন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের ইমরান হোসেন (১৮) ও ঢাকার সাভার উপজেলার ভাটপাড়া গ্রামের ছানোয়ার হোসেন (২০)।
নিহত আখিনুল দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার আবদুস সোহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আখিনুলের বড় ভাই জুলহাস উদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে দৌলতপুরের পারুলিয়া হাট-বাজার থেকে দুই যাত্রী নিয়ে আখিনুল তিসুন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার সকালে ওই খেয়াঘাটের পাশে একজনের গলা কাটা লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে আখিনুলকে শনাক্ত করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ১১টার পর উপজেলার জাফরগঞ্জ বাজারে নৌকায় করে দিয়ে নদী পার হওয়ার সময় মোটরসাইকেলে অন-টেস্ট লেখা দেখে দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আজ সকালে নদীপাড়ে যুবক খুন হওয়ার ঘটনায় ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
ওসি জানান, নিহত আখিনুলের স্বজনরা জব্দ করা মোটরসাইকেলটি তাঁদের বলে দাবি করেছেন। আটক দুই যুবকের কাছে আখিনুলের মুঠোফোন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য আখিনুলের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।