কুমিল্লায় পানের বরজের নালায় যুবকের লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/11/photo-1457696628.jpg)
কুমিল্লার দেবীদ্বার উপজেলার আশরা গ্রামে একটি পানের বরজের নালা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ( ৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় মুদি দোকানদার আলী মিয়া বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে ওই লোকটা আমার কাছে পান খেতে চাইলে তাকে পান দেই।’
একই গ্রামের গভীর নলকূপ পরিচালক আবদুর রশিদ জানান, গত রাত সাড়ে ৮টার দিকে আশরা গ্রামের দোকানপাটের সামনে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি এবং খাবার খুঁজতে দেখেছেন। তাঁর ধারণা, লোকটি পাগল প্রকৃতির ছিলেন।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ছাড়া তাঁর হাতে ও উরুতে কয়েকদিন আগে বৈদ্যুতিক শকের পোড়া দাগ রয়েছে।’