সিরাজগঞ্জে আ. লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/11/photo-1457698559.jpg)
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার দুটি ইউনিয়নের দুজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ওই দুজনকে বহিষ্কার করা হয়।
ওই দুজন হলেন ধুবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও থানা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম তালুকদার এবং ঘুড়কা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য আবদুল করিম রেজা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে পাঠানো বহিষ্কারাদেশ সলঙ্গা থানা আওয়ামী লীগের কাছে পৌঁছানো হয়। পরে আজ সকালে বহিষ্কারের বিষয়টি মাইকযোগে দুটি ইউনিয়নে প্রচার করা হয়। এ সময় বহিষ্কৃত দুই প্রার্থীর পক্ষে দলীয় কোনো নেতা প্রচার-প্রচারণায় অংশ নিলে তাঁদেরও বহিষ্কার করা হবে।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের পাঠানো বহিষ্কারাদেশের কপিটি দেওয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে দুই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকযোগে বিষয়টি প্রচারণা করা হয়েছে।