নির্বাচনী দ্বন্দ্বে ছাত্রদল নেতার পা ভেঙে দিল প্রতিপক্ষ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নির্বাচনী দ্বন্দ্বে প্রতিপক্ষের সমর্থকরা এক ছাত্রদল নেতার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার খোন্তাকাটা বাজারে প্রতিপক্ষ ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রিন্সকে (২৬) ব্যাপক মারধর করে। এতে তাঁর পা ভেঙে যায়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমেপ্লক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্স খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
মেহেদী হাসান প্রিন্স অভিযোগ করে বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে একদল যুবক আমাকে বাড়ির সামনে থেকে ধরে খোন্তাকাটা বাজারে নিয়ে যায়। সেখানে ১০-১২ জন মিলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ডান পা ভেঙে দেয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
তবে কারো নাম বলতে অস্বীকার করেন প্রিন্স। তিনি বলেন, ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচনকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে নির্যাতিত প্রিন্সের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।