নৌকার প্রচার না করায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় কয়লা ইউনিয়নের আফজালের মোড়ে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসেন অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকরা সন্ধ্যায় আনারস প্রতীকের পক্ষে গণসংযোগে বের হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মহিদুর রহমানের কর্মীরা তাতে বাধা সৃষ্টি করে।
একপর্যায়ে ক্ষমতাসীন দলের সমর্থকরা ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের নৌকা প্রতীকের পক্ষে প্রচারের জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় মহিদুরের কর্মীরা ইমরানের সমর্থকদের ওপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে কয়লা গ্রামের দিছারত আলীর ছেলে আসাদুল ইসলামের (৩৭) অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেন ইমরান হোসেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিদুর রহমান জানান, দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ভোটে পরাজয় নিশ্চিত জেনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। দুই পক্ষের মধ্যে সামান্য ঠেলা-ধাক্কার মতো ঘটনা ঘটলেও বিষয়টি টেনে বড় করে মিথ্যা অপপ্রচার করছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ভোটের আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।