বেড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে ভাঙচুর, লুটপাট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/11/photo-1457712876.jpg)
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীমুল ইসলামের বাড়িতে প্রতিপক্ষ হামলা ও ভাঙচুর চালিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার এ হামলার সময় বাড়ির মালামাল লুট করা হয়। প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নারীসহ ১০ জন।
আহতদের মধ্যে শাবানা (৩২), লাইমুনা (৭০) ও আমিনাকে (৪০) বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী শামীমুল ইসলাম হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেনের সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘হামলাকারীরা আমার মা, স্ত্রী ও বোনকে পিটিয়ে আহত করেছে। তারা বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল ও নগদ পাঁচলাখ টাকাসহ মালামাল লুটে নিয়ে গেছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ফারুক হোসেনের সমর্থকরা একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী শামীমুল ইসলামের চাকলার বাড়িতে হামলা চালায়। এ সময় ১০ জন আহত হয়। হামলাকারীরা শামীমুলের মা লাইমুনা ও স্ত্রী শাবানা ও বোন আমিনাকে পিটিয়ে আহত করে।
ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগীকে মামলা করার কথা বলা হয়েছে। মামলা হলে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।