আশুগঞ্জে নৌকার কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457880832.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার ভোররাতে আড়াইসিধা ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় নৌকা প্রতীকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর মো. সেলিম মিয়ার পক্ষের লোকজন আড়াইসিধা ভূইয়াপাড়া এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় করে। শনিবার রাত ১২টা পর্যন্ত ওই কার্যালয়ে লোকজন ছিল।
পড়ে রাত ৩টার দিকে কে বা কারা এই কার্যালয়টির চারপাশে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগ্নিকাণ্ডে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন ব্যানার, পোস্টার ও আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ছবি ও প্রতীকসহ নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সেলিম মিয়া অভিযোগ করেন, ‘আমার নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার জন্য এই আগুন দেওয়ার ঘটনাটি ঘটানো হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তের মাধ্যমে বের করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’