মিরপুরে এবার জাসদের বিরুদ্ধে আ. লীগের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457882092.jpg)
প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এবার জাসদের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলেন।
গতকাল শনিবার তালবাড়িয়া ইউনিয়নে জাসদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী হান্নান মণ্ডলের বিরুদ্ধে হামলা ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন।
একদিনের মাথায় আজ রোববার দুপুর ১টায় তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হান্নান মণ্ডল।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী বলেন, গত শুক্রবার রাতে জাসদের প্রার্থী আরিফুল ইসলামের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আসে। এ সময় তারা কার্যালয় ভাঙার চেষ্টা করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর বাধার মুখে তারা চলে যায়।
জাসদের প্রার্থীর সংবাদ সম্মেলনকে ‘সাজানো নাটক’ উল্লেখ করে হান্নান মণ্ডল আরো বলেন, নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনেই আরিফুল ইসলাম বিভিন্ন অপকৌশল করছেন।
গতকাল শনিবার দুপুরে তালবাড়িয়ার কদমতলায় নির্বাচনী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাসদের প্রার্থী আরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘গত শুক্রবার রাত ৯টার দিকে নির্বাচনী গণসংযোগকালে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হান্নান মণ্ডলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমার সমর্থকদের হত্যার হুমকি দেয়।’
আরিফুল ইসলাম আরো বলেন, এ সময় তারা হুমকি দিয়ে মশাল (জাসদের প্রতীক) বাদ দিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে বলে। পরবর্তী সময়ে মশালের পক্ষে ভোট চাইলে বা গণসংযোগ করলে হত্যা করার হুমকি দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
আগামী ২২ মার্চ কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়াসহ ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।