তজুমদ্দিন ও লালমোহনে নির্বাচনী সংঘর্ষ, ভাঙচুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457894084.jpg)
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে দুটি নির্বাচনী কার্যালয়সহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
আজ রোববার বিকেলে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের মঙ্গল সিকদার, কাটাখালী ও ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু তাহের ও একই দলের ‘বিদ্রোহী প্রার্থী’ রিয়াদ হোসেন হান্নানের সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে আসে। এ সময় উত্তেজনামূলক স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পরে তা তিনটি স্থানে ছড়িয়ে পড়ে।
উভয়পক্ষের সমর্থকরা একে অপরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দফায় দফায় চলা প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় দুটি নির্বাচনী কার্যালয় ও ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পুরো এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রাফিক আল হাসান, লিটন, ইউসুফ মিয়া, কবির হোসেন, দীপক দাস, নার্গিস বেগম, মো. বাবুল, আব্দুল মান্নান, নয়ন, রাসেল ও লোকমানকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা সাধারণ চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নান বলেন, নৌকা মার্কার প্রার্থী আবু তাহের মেঘনা নদীর জলসদ্যুদের নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং আমার সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের বলেন, আমার সমর্থকরা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে এলে হান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। ভাঙচুর করে নির্বাচনী কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান।
তজুমদ্দিন থানার ওসি মো. মাসুম তালুকদার বলেন, উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি চরম খারাপ হয়ে পড়ে। পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী কার্যালয় ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
এ ছাড়া লালমোহনের বদরপুর ইউনিয়নে প্রচার চালানোর সময় নাজিরপুর বাজারে বিএনপির সমর্থকদের ওপর আওয়ামী লীগে সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ারসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁচড়া ইউনিয়নে আজ রোববার দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। ছবি : এনটিভি