ইউপি সদস্যকে মারধরের ঘটনায় কলমাকান্দা রণক্ষেত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/14/photo-1457912085.jpg)
নেত্রকোনার কলমাকান্দায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে মারধর করেছেন সাংসদের ভাতিজা। এ ঘটনায় কলমাকান্দার গুতুরা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাংসদ ছবি বিশ্বাসের ভাতিজা সুজন বিশ্বাস ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে মারধর করেন। রোববার বিকেলে পোগলা ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে খেলার মাঠে ডেকে নিয়ে মারধর করেন সুজন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের গুতুরা বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। তাঁরা সুজন বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় কলমাকান্দা-নেত্রকোনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গুতুরা বাজারে পৌঁছে লাঠিপেটা করে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে যায়। ওই সময়ে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
পুলিশও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পুরো সংঘর্ষের সময় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী ও চার পুলিশ সদস্য আহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মামুন চিশতী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়েছে।