রাঙামাটি পৌরসভায় মেয়র প্যানেল গঠিত
রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন শহরের সবচে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে পরিচিত ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামালউদ্দিন।
সোমবার পৌরসভা কার্যালয়ে মেয়র কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ২ নং প্যানেল মেয়র হয়েছে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা এবং ৩ নং প্যানেল মেয়র হয়েছেন ৩, ৪ এবং ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সোমা বেগম পূর্ণিমা।
পৌরসভার প্যানেল মেয়র পদের জন্য বারোজন কাউন্সিলর ও পৌর মেয়র ভোটে অংশ নেন। ভোটাভুটিতে মো. জামালউদ্দিন ৬ ভোট পেয়ে প্রথম হওয়ায় প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন। তবে কাউন্সিলর কালায়ন চাকমা এবং হেলালউদ্দিন সমান ৫ ভোট করে পাওয়ায় হেলালউদ্দিন কালায়ন চাকমাকে ছাড় দিলে কালায়ন চাকমা দ্বিতীয় প্যানেল মেয়র হিসেবে মনোনীত হন। অন্যদিকে মহিলা কাউন্সিলদের জন্য সংরক্ষিত প্যানেল মেয়রদের একটি পদে সোমা বেগম পূর্ণিমা ১০ ভোটে বিজয়ী হন।
নির্বাচনে বিজয়ী তিন প্যানেল মেয়র যথাক্রমে মো. জামালউদ্দিন,কালায়ন চাকমা এবং সোমা বেগম পূর্ণিমা আগামী পাঁচ বছর পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীকে সহায়তা করবেন।