দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৩১ প্রার্থী জয়ী
উনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৩১ প্রার্থী জয়ী হয়েছেন। আর এ ধাপে ৭৯ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। আর একটিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড়; গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী; গোপালগঞ্জের গোপালগঞ্জ উপজেলার বোড়াশী, বৌলতালী, দুর্গাপুর, গোবরা, হরিদাসপুর, কাজুলিয়া, করপাড়া, কাঠি, লতিফপুর, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল, উলপুর; জয়পুরহাটের জয়পুরহাট উপজেলার আমদই, বম্বু, ধলাহার, দোগাছী, মোহাম্মদাবা, পরাণপৈল; যশোরের যশোর উপজেলার আরবপুর, দেয়াড়া, নরেন্দ্রপুর; ভোলার ভোলা সদর উপজেলার কাচিয়া; মাদারীপুরের মাদারীপুর উপজেলার শিরখাদা, ঝাউদী; মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর; শেরপুরের নকলা উপজেলা গণপদ্দি; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ উপজেলার রতকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের এই ৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়নে ভোট হবে আগামী ৩১ মার্চ।গত ১৩ মার্চ এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, দ্বিতীয় ধাপে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ফেনীর পরশুরামে তিন ইউপিতে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল। মনোনয়নপত্র বাছাইয়ের আগে এখানে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। তিনি আরো জানান,৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছেন দুই হাজার ৬৮৪ জন। এরমধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫০৭ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এক হাজার ১৭৭ জন।
দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেই। বাকি ৬৪২ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছে দলটির। এরমধ্যে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে বিএনপির প্রার্থী রয়েছে ৫৬৪ ইউপিতে। আর ৭৯ ইউপিতে দলটির কোনো প্রার্থী নেই।
প্রথম ধাপে ৬২ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে নির্বাচিত হলেন আরো ৩১ জন। সব মিলিয়ে দুই ধাপে দলটির ৯৩ জন এরইমধ্যে নির্বাচিত হলেন। প্রথম ধাপে বিএনপির ১১৯ ইউপিতে প্রার্থী নেই।
এবার সারা দেশে ৬ ধাপে ইউপি ভোট হচ্ছে। এরইমধ্যে ছয়টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি। প্রথম ধাপে ২২ মার্চ ৭৫২টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এরপর দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টি, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।