চান্দিনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/16/photo-1458143438.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্ত্রী রোকেয়া বেগমকে হত্যার দায়ে সাদেক মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালতের বিচারক নুরুন্নাহার এই রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিনের কাছ থেকে জানা যায়, ২০০০ সালে চান্দিনা উপজেলার চানসার গ্রামের সাদেক মিয়া তাঁর স্ত্রী রোকেয়া বেগমকে যৌতুকের দাবিতে হত্যার পর লাশ গুম করেন। সাতদিন পর চানসার গ্রামের পাশে একটি খাল থেকে রোকেয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করে চান্দিনা থানার পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা সাহাদউল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে
দীর্ঘ ১৫ বছর পর আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালত কুমিল্লার বিচারক নুরুন্নাহার মামলার একমাত্র আসামি সাদেক মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি পলাতক।