চান্দিনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/18/photo-1458295930.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলায় ধেরেরা গ্রামে চোর সন্দেহে শাহ আলম (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুরির অভিযোগে এলাকার কতিপয় ব্যক্তি তাঁকে বেঁধে পেটায় এবং মাথায় আঘাত দিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুছও একই কথা জানান।
এদিকে, নিহতে স্ত্রী মোহসেনা আক্তার মনি জানান, তাঁর স্বামী শাহ আলম ভোরে বাজারে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। পথে এলাকার কয়েকজন যুবক তাঁকে ধরে সবার সামনে পিটিয়ে হত্যা করে। এ সময় শাহ আলমের মা ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. শরীফ ( ৩০) নামের একজনকে আটক করেছে। আটক শরীফ জানান, গ্রামের সুমন নামের একজনের ঘর থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে শাহ আলমকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মোহসেনা আক্তার মনি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭০-৮০ জনের নামে একটি হত্যা মামলা করবেন। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, শাহ আলমের বিরুদ্ধে চান্দিনা থানায় দুটি চুরির মামলা রয়েছে।