সাবেক মন্ত্রীকে ফেসবুকে প্রাণনাশের হুমকি, রাঙামাটিতে বিক্ষোভ
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দলটির বিভিন্ন সহযোগী সংগঠন।
রাত ৯টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর জানিয়েছেন, ‘সিএইচটি জুম্মল্যান্ড’ নামের একটি উগ্র সাম্প্রদায়িক ফেসবুক পেজে আমাদের নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এই পেজটি জেএসএসের সমর্থকরা চালান বলে জেনেছেন তাঁরা।
এই হুমকির প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এই হুমকিদাতা পেজটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান এবং এই পেজের এডমিনদের গ্রেপ্তারের দাবি করেন।
এদিকে দীপংকর তালুকদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে- এমন খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রাঙামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাতে শহরের রিজার্ভবাজার, বনরূপা, তবলছড়ি এবং কলেজগেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এই সব সমাবেশ থেকে হুমকির জন্য জনসংহতি সমিতিকে দায়ী করা হয় এবং পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান তারা।
এর আগেও এই পেজটি থেকে নানান বিতর্কিত পোস্ট দেওয়া হয় বলে বিভিন্ন সময় আলোচনায় আসে এই পেজ। তবে কারা এই পেজ চালায় তা স্পষ্ট নয়।