নাঙ্গলকোটে ভোট বর্জন করল বিএনপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/20/photo-1458480003.jpg)
অনিয়মের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার।
আজ রোববার দুপুর ১২টায় ভোট চলাকালে নাঙ্গলকোট পৌর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন জাহাঙ্গীর। এ সময় তিনি গতকাল শনিবার রাত থেকে বিভিন্ন পাড়া-মহল্লায় বোমাবাজি এবং আজ সকাল থেকে কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।
এ ছাড়া মহিলাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী। সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট পৌর নির্বাচনে পাঁচজন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।