শৌচাগারে মিলল ক্যাডেট কলেজের ছাত্রীর লাশ
ফেনী গার্লস ক্যাডেট কলেজের হোস্টেলের শৌচাগার থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম লামিয়া তাবাসুম তুবা। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার সাতপুকুরিয়া চিবোষী বাজার এলাকায়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তুবা ( ক্যাডেট নং ৫৫৯) কলেজের খাদিজা হাউজের ৩০৫ নম্বর কক্ষে থাকত। গতকাল সোমবার রাত বা আজ ভোরের যেকোনো সময়ে হোস্টেলের তৃতীয় তলার ৩০৩ ও ৩০৪ রুমের মাঝের শৌচাগারে আত্মহত্যা করে সে। প্রথম সাময়িক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।