বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ

বিএনপিকে হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও সুশীলসমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা বিএনপিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার সকালে দৈনিক মানবকণ্ঠ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান। তাঁরা রাজনৈতিক সংকট নিরসনে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বলে মত দেন।
গোলটেবিলে উপস্থিত ছিলেন সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রমুখ।
আ স ম ফিরোজ বলেন, ‘অবরোধ চলবে, হরতাল চলবে, আবার নির্বাচন চলবে, এভাবে তো টু স্ট্যান্ডার্ড হতে পারে না। যদি আপনি নির্বাচনে আসেন, তাহলে আপনাকে অবশ্যই অবরোধ এবং হরতালকে পরিহার করে, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, তাঁদের নিয়ে আপনি নির্বাচনে আসুন।’
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার আশাবাদ জানিয়ে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বলেন, ‘সরকার একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সভা সমাবেশ, মিছিল-মিটিং-মানববন্ধন করার এবং এই যে সিটি নির্বাচনগুলো আসছে, এগুলোতে অংশগ্রহণ করার জন্য বিরোধী দলকে একটা সুযোগ সৃষ্টি করে দিক। কৌশলগতভাবে সরাসরি কোনো বিবৃতি না দিয়েও এটা করা যায়। আর বিরোধী দল এই সুযোগটার সদ্ব্যবহার করুক।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘ঘরে থাকলে আমাদের ক্ষুধা লাগে, কাজ করতে পারে না গরিব মানুষ। আর বাইরে গেলে পেট্রলের আগুন। এর থেকে দেশকে মুক্ত করতে হবে। এ জন্য একটা জাতীয় ঐক্যে আসতে হবে এবং ঐক্যে আসতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি কী হবে। জাতীয় ইস্যুতে আমাদের একমত পোষণ করতে হবে।’
জাতীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তি হবে নিশ্চয়ই গণতন্ত্র।’ সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীও দুটি দলের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব দেন।