দোহারে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/24/photo-1458830158.jpg)
ঢাকার দোহারে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে জালাল মাতবর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জালাল মাতব্বরের বাড়ি উপজেলার বিলাসপুর ইউনিয়নে। তিনি পরাজিত সদস্য পদপ্রাথী আলাল মাতব্বরের বড় ভাই।
আহত পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিজয়ী সদস্য আবুলের লোকজনের সঙ্গে পরাজিত সদস্য আলালের পরিবারের লোকজনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে একে অপরের হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। লাঠিসোঁটা দিয়ে এক পক্ষ অপর পক্ষকে আঘাত করে। এতে গুরুতর আহত হন জালাল মাতব্বর। পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।