রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর শাহজাহানপুরের টিটিপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মন্টি (২৮) নামের এক যুবক নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। আজ রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে টিটিপাড়ার সুইপার কলোনিতে অভিযান চালান র্যাব সদস্যরা। সেখানে মন্টিসহ কয়েকজন অপরাধী অবস্থান করছিল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মন্টি ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে মন্টি গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, মন্টি ফকিরাপুলের সুমি হত্যা মামলার প্রধান আসামি। মন্টির বাসার ছাদ থেকেই সুমির বিচ্ছিন্ন মাথাসহ আট টুকরো লাশ উদ্ধার করা হয়েছিল। তিনি বলেন, বন্দুকযুদ্ধের পর মন্টির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গতকাল শনিবার তারা সুমি হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী, মন্টির সন্ধানে অভিযান চালানো হয়।