জনগণই সমস্যা সমাধানে সক্ষম

বাংলাদেশের জনগণই তাদের রাজনৈতিক সমস্যা সমাধানে সক্ষম বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী কনস্যুলারদের সংগঠন কনস্যুলার কোর এ অনুষ্ঠানের আয়োজন করে।
রবার্ট ওয়াটকিন্স আরো বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের সহযোগিতায় সবসময়ই পাশে থাকবে। বাংলাদেশের জনগণ তাদের গৌরবোজ্জ্বল অতীতের মতোই সাম্প্রতিক সমস্যার সমাধান করবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান পিয়েরে মায়োদন, কানাডিয়ান হাইকমিশনার বেনোয়ে পিয়েরে লাগামে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স ও ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্টকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও কনস্যুলার কোরের প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী।