স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সংখ্যালঘুর বাঁশঝাড় কেটে উজাড়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/26/photo-1459004017.jpg)
নীলফামারীতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকায় এক সংখ্যালঘুকে হুমকি ও তাঁর বাঁশঝাড়ের বাঁশ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সদর উপজেলার সোনারায় ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিলের সময় এই ইউনিয়নের কুমারপাড়া (পালপাড়া) এলাকার হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বিশ্বনাথ পালও ছিলেন। ওই দিন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান মান্নুও মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে হিন্দু পরিবারের লোকজনদের দেখেন।
বিশ্বনাথ অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান আমাকে হুমকি দেন এবং রাতে তিনি ও তাঁর লোকজন মিলে খোড়ানদীসংলগ্ন আমার বাঁশঝাড়ের বাঁশ কেটে উজাড় করে দিয়েছেন।’ পালপাড়ার সুশীলা, রঞ্জিত পাল, প্রভাষ, প্রশান্ত, শাহীনসহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে লুৎফর বাহিনীর অত্যাচারে পালপাড়ার লোকজন অতিষ্ঠ। একের পর এক মিথ্যা মামলা দিয়ে পালপাড়ার লোকজনকে হয়রানি করে আসছে লুৎফর বাহিনী।
এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল মান্নান তাঁর কোনো সমর্থক কোনো হিন্দু ব্যক্তির বাঁশঝাড়ের বাঁশ কাটেনি বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি সাজানো।’