বিশ্ব পানি দিবস
ঝালকাঠিতে পানি খাতে দুর্নীতি বন্ধের দাবি
পানি খাতে দুর্নীতি বন্ধ ও শুদ্ধাচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ রোববার সকালে বিশ্ব পানি দিবসে এ দাবি জানানো হয়।
শহরের ফায়ার সার্ভিস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাবেক সভাপতি অধ্যাপক মো. লাল মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, আওয়ামী লীগ নেতা মানিক হাওলাদার, নজরুল ইসলাম তালুকদার, শিক্ষার্থী শাকিল হাওলাদার, ফাহিমা আফরিন, টিআইবির স্থানীয় ব্যবস্থাপক এনামুল হক ও সহকারী স্থানীয় ব্যবস্থাপক কমলেন্দু গুহ।
এ সময় বক্তারা সরকারের কাছে পানি খাতে দুর্নীতি বন্ধে পানি আইন প্রণয়নের দাবি করেন।