তুরাগ ব্রিজের মেরামতের কাজ শুরু

অবশেষে শুরু হয়েছে ভাঙা তুরাগ ব্রিজের মেরামতকাজ। সম্প্রতি এনটিভিতে প্রতিবেদন প্রকাশের পরই কর্তৃপক্ষ সাভারের ভাকুর্তা মুগড়াকান্দা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সড়কে অবস্থিত সেতুটির মেরামত শুরু করেছে।
তুরাগ ব্রিজ ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়ে কেরানীগঞ্জ ও বাবুবাজার ব্রিজের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন সেতুটি দিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করে। সেতুর মাঝখানের পাটাতন ভেঙে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব যান চালানো হতো। পাটাতন ভাঙা কম প্রস্থের সেতুটির এক পাশ দিয়ে কোনোভাবে একটি করে যানবাহন চলাচল করত। এ কারণে প্রায় সব সময়ই সেতুর দুই পাশের সড়কে তীব্র যানজট থাকত।
ভাঙা তুরাগ ব্রিজ নিয়ে এনটিভিতে প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে। সেতুর মেরামত শুরু হওয়ায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।