রিজার্ভের অর্থ চুরির বিষয়টি দুঃখজনক : অর্থমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459096720.jpg)
নীলফামারীতে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিকে দুঃখজনক ও অসর্তকতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘খোয়া যাওয়া টাকা কীভাবে উদ্ধার করা যায় আর ভবিষ্যতে কীভাবে চুরি বন্ধ করা যায় এটি এখন বড় বিষয়।’
আজ রোববার সন্ধ্যায় একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে এসে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতে আইসিটি একটি নতুন মাত্রা। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। তবে দুষ্ট লোকেরা এটাকে খারাপ পথে ব্যবহার করে।’
এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের স্থানীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।