সালাহ উদ্দিনকে নিয়ে ‘ভুয়া সংবাদ’, আটক ২
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে এমন ‘সংবাদ’ দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে চট্টগ্রামে দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে নগরীর হালিশহর ও ভাটিয়ারী থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন মোখলেসুর রহমান উজ্জ্বল (২৮) ও আলিম সিকদার মনির (৩০)।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি শাখার অতিরিক্ত উপকমিশনার তানভির আরাফাত এনটিভি অনলাইনকে বলেন, নিখোঁজ সালাহ উদ্দিনের খোঁজ পাওয়া গেছে- এমন সংবাদ পুলিশকে জানান উজ্জ্বল ও মনির। তাঁদের ফোনের সূত্র ধরেই পুলিশ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী গভীর চর এলাকায় নিষ্ফল অভিযান চালায়। পরে ব্যাপারটি ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করা হয়।
১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে ১১ মার্চ রাতে সাধারণ ডায়েরি (জিডি) করতে গুলশান ও উত্তরা পশ্চিম থানায় যান তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। তবে কোনো থানাই তাঁর জিডি গ্রহণ করেনি।
আজ সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। এতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করারও আবেদন জানান।
১২ মার্চ হাসিনা আহমেদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না এবং রোববার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ এপ্রিল।
২০ মার্চ রাতে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার ‘খবরে’ কয়েকটি চরে অভিযান চালায় গাইবান্ধার পুলিশ। পরে জানা যায়, খবরটি ভিত্তিহীন।