বসার স্থান নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
বসার জায়গা নিয়ে সিলেট নগরীতে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। এ সময় দুজন আহত হয়েছেন। পোড়ানো হয়েছে একটি মোটরসাইকেল।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর জল্লার পাড়ে ছাত্রলীগের মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিধান কুমার সাহার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বিধানের সমর্থকরা জল্লার পাড়ের রূপায়ন নামের একটি বহুতল ভবনের নিচে প্রতিদিনের মতো বসা ছিল। এ সময় পীযূষের সমর্থকরা পাশের আরেকটি ভবনে গিয়ে বসে। এ সময় বিধানের সমর্থকরা তাদের বসতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
এতে বিধানের সমর্থক ছাত্রলীগকর্মী গৌরাঙ্গসহ দুজন আহত হয়। পরে বিধানের সমর্থকরা সেখান থেকে চলে গেলে পীযূষের সমর্থকরা একটি মোটরসাইকেলে আগুন দেয় এবং রূপায়ন ভবনের কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পীযূষের সমর্থকরাও সেখান থেকে চলে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপসহকারী কমিশনার রহমত উল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। দুই দিক থেকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এনটিভি অনলাইনকে বলেন, বসার স্থান নিয়ে গত দুই সপ্তাহের ভেতরে দুই পক্ষের নেতাকর্মীরা এ নিয়ে তিনবার সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার এনটিভি অনলাইনকে জানান, ঢাকায় থাকায় তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না।