কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459408204.jpg)
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (উত্তর) ইউনিয়নে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রাথমিক অবস্থায় তাঁদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় খোশবাস (উত্তর) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।