পাঁচ রোভারের সাইকেল যাত্রা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/03/photo-1459631539.jpg)
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নোয়াখালী থেকে সিলেটের উদ্দেশে সাইকেল পরিভ্রমণ করছেন নোয়াখালী সরকারি কলেজের রোভার স্কাউটের পাঁচ সদস্য।
গতকাল শনিবার দলটি কুমিল্লার চান্দিনায় পৌঁছায়।
দলটির নেতা মো. ইমাম উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, গত ২ এপ্রিল সকালে নোয়াখালী সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে সিলেট পর্যন্ত প্রায় ৬৪৫ কিলোমিটার পথ পাঁচ দিনে সমাপ্ত করবেন। তিনি আরো জানান, নোয়াখালী থেকে যাত্রা শুরু করে ফেনী বিশ্রাম নিয়ে কুমিল্লার চান্দিনায় রাত যাপন, ৩ এপ্রিল ঢাকায় বিশ্রাম নিয়ে নারায়ণগঞ্জে রাত যাপন, ৪ এপ্রিল নরসিংদী বিশ্রাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রাত যাপন, ৫ এপ্রিল চুনারুঘাট বিশ্রাম নিয়ে মৌলভীবাজারে রাত যাপন এবং ৬ এপ্রিল মাধবকুণ্ড বিশ্রাম নিয়ে সিলেটে রাত যাপন শেষে পরিভ্রমণের সমাপ্ত করবেন।
দলের অন্য সদস্যরা হলেন মো. নাজমুল হাসান, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান ও রুমন চন্দ্র দাস।