কিশোরী ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/23/photo-1427125775.jpg)
গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ওই প্রহরীকে গ্রেপ্তার করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আশরাফুল গত শনিবার রাতে কাজের কথা বলে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত এক ছাত্রীর বাড়িতে ঢোকে। এ সময় ছাত্রীর বাবা-মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে আশরাফুল ওই ছাত্রীকে ধর্ষণ করে।
ওসি জানান, ছাত্রীর চিৎকারে বাড়িতে অন্য ঘরে অবস্থান করা তাঁর চাচা-চাচি ও আশপাশের লোকজন টের পেয়ে গেলে আশরাফুল ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। আজ দুপুরে নির্যাতিত ছাত্রী তার চাচাকে নিয়ে কাপাসিয়া থানায় এসে অভিযোগ দায়ের করে। এরপর অভিযুক্ত আশরাফুলকে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে আশরাফুল বা তাঁর পরিবারের লোকদের বক্তব্য পাওয়া যায়নি।