রাঙামাটিতে বৈসাবির বর্ণিল শোভাযাত্রা
আসন্ন বৈসাবি উৎসব আর বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পার্বত্য শহর রাঙামাটিতে আজ বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই র্যালিটি রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বর্ণিল পোশাক আর পাহাড়ে বসবসাকারী বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। র্যালি শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
র্যালিতে অংশগ্রহণকারীরা দেশবাসীকে আসন্ন বৈসাবি উৎসব ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাঁদের এই প্রধান সামাজিক উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ১২ এপ্রিল থেকে পাহাড়ে শুরু হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের বর্ষ বিদায় ও বরণের মহান উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিষু ও বিহু -যা সংক্ষেপে বৈসাবি উৎসব নামেই পরিচিত।