নারায়ণগঞ্জ সাতখুন মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সাত খুন মামলার অন্যতম আসামি রহম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর বাড়ি ঢাকার ডেমরায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহম আলীকে ধরার জন্য দেবপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
গত বছর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর তিন সহযোগী ও গাড়িচালককে অপহরণ করা হয়। একই সময় জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালকও অপহৃত হন। তিনদিন পর ৩০ এপ্রিলে শীতলক্ষ্যা নদীতে ছয়জনের মৃতদেহ পাওয়া যায়। এর পরদিন উদ্ধার করা হয় নজরুল ইসলামের গাড়িচালক জাহাঙ্গীরের মৃতদেহ।