পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার রাতে পাবনা টাউন হলের মুক্তমঞ্চে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে পাবনায় পাঁচদিনব্যাপী চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে।
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারি মমতাজ, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, চিত্রনায়ক নিরবসহ অন্য অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে সকালে সুচিত্রা সেনের পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে দুপুর ১২টায় কেক কেটে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন পালন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পাবনা টাউন হলের মুক্তমঞ্চে শেষ হয়। সেখানেই প্রতিদিন বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব ও সেমিনার।
বুধবার রাতে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারি মমতাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির, যুগ্ম মহাসচিব এস এ হক অলিক, চলচ্চিত্র অভিনেতা নিরব, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ড. সুশীল ভট্টাচার্য প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাধীন মজুমদার। অনুষ্ঠান শুরুর আগে সংগীত পরিবেশন করে চাঁদনী ও তুলতুল।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনার ব্যবস্থাপনায় ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাবনায় পাঁচদিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র সপ্তপদী।
এ ছাড়া রয়েছে সেমিনার, আলোচনা সভা, সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান পরিবেশন। উৎসবে গৃহদাহ, শাপমোচন, হসপিটাল, সাগরিকা, উত্তর ফাল্গুনি এবং হারানো সুর চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনে। তিনি এখানকার মহাকালী পাঠশালায় এবং পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তাঁকে স্মরণ করতে ২০০৪ সাল থেকে পাবনায় প্রতিবছর সুচিত্রা সেনের নামে চলচ্চিত্র উৎসব উদযাপিত হচ্ছে।