ইসলামের ওপর আঘাত এলে বসে থাকব না : আল্লামা শফি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, ‘আপনারা রাজনীতি করেন, করুন। তবে ইসলাম ছাড়বেন না। ইসলামের ওপর আঘাত এলে আমরা বসে থাকব না।’
আজ শুক্রবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে হেফাজতে ইসলামের শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আল্লামা শফি।
হেফাজতে ইসলামের আমির বলেন, ‘ইসলামের পাঁচটি স্তম্ভের যারা হেফাজত করে তারা আস্তিক। যারা পাঁচটি অথবা একটিও অস্বীকার করে তারা নাস্তিক। অনেকে হেফাজতে ইসলাম শুনলে আলেম-ওলামাদের গালাগাল করেন। তাঁরা বলেন, ইসলামের হেফাজত আল্লাহ করবেন।’
আল্লামা শফি পবিত্র কোরআন ও হাদিসের বরাত দিয়ে বলেন, ইসলামের হেফাজত মুসলমানদেরই করতে হবে। তিনি স্কুল-কলেজের পাঠ্যবইয়ের সমালোচনা করে বলেন, ‘আপনার সন্তানের পরীক্ষার প্রশ্ন দেখুন। এসব প্রশ্নের উত্তর দিলে আপনার সন্তান নাস্তিক হয়ে যাবে।’
হেফাজতে ইসলামের আমির মুসলমানদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলমানরা নিজেদের ভাইদের সাহায্য করে না। অমুসলমান-ইহুদিরা তাদের সাহায্য করে। তারা মুসলমানি ত্যাগ করে ইহুদি-নাসারা, কাদিয়ানি, মুরতাদ হয়ে যাচ্ছে। আপনারা দেশের উত্তরবঙ্গে দেখে আসুন। তারা মুসলমানদের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে।’
আল্লামা শাহ আহমদ শফি মুসলমানদের জাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, জাকাতের টাকা মসজিদে রেখে অসহায়দের মধ্যে বণ্টন করলে এমন হতো না।
সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমরা কারো পক্ষে-বিপক্ষে বলব না। আমরা ইসলামের পক্ষে বলে যাব। এতে যদি কোনো নাস্তিক-মুরতাদের গায়ে আগুন ধরে, তাতে আমাদের কিছু যায়-আসে না।’
শানে রেসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার আমির মাওলানা আবুল কাশেম। মাওলানা ওমর ফারুক ও মুফতি মো. ইলিয়াছের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রধান মুফতি সাখাওয়াত হোসাইন।
আলোচনা করেন মুফতি শহীদ উল্লাহ, মুফতি আহমদ উল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা রুহুল আমিন, মুফতি সাঈদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, হেফাজতের জেলা সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্লাহ কাসেমী, মাওলানা আবদুল হাই প্রমুখ।