শিশুকে গুলি : এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু সৌরভকে গুলি করার ঘটনায় আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আজ রোববার পুলিশ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে এর ওপর শুনানি করেন। শুনানি শেষে বিচারক মো. মঈনুল হাসান ইউসুব সংসদ সদস্য লিটনকে স্থায়ী জামিন দেন।
পরে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি গাইবান্ধা আমলি আদালত (সুন্দরগঞ্জ) থেকে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থানান্তর করেন।
সংসদ সদস্যের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, ষষ্ঠ দফায় ১০ এপ্রিল পর্যন্ত এমপি লিটন অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। আজ দুপুরে সপ্তমবারের মতো আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
গাইবান্ধার আদালত পরিদর্শক (জিআরও) মো. এনামুল হক বলেন, এমপি লিটন তাঁর আইনজীবীর মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
এনামুল হক আরো বলেন, পুলিশ আজ সকালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থানান্তর করেন। মামলায় শুনানির পরবর্তী তারিখ ১৫ মে।
গত ২ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের গোপালচরণ মোড়ে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শিশু সৌরভের দুই পায়ে গুলি করেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলা করলে এমপি লিটন আত্মগোপনে চলে যান।
এরপর গত ১২ অক্টোবর হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে সংসদ সদস্যকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।
১৪ অক্টোবর ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ লিটনকে গ্রেপ্তার করে গাইবান্ধায় নিয়ে যায়। পরের দিন আদালতে হাজির করলে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ অক্টোবর ও ২৫ অক্টোবর জামিনের আবেদন করলে আদালত সেসব আবেদন নাকচ করেন।
সংসদ অধিবেশন শুরু হওয়ায় গত ৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন জামিন পান লিটন। ২৪ দিন কারাভোগের পর তিনি মুক্তি পান।