নীলফামারীর কিশোরগঞ্জ সদরে ভোটের দাবি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ভোটের দাবি জানিয়েছেন ভোটাররা।
আজ সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আবেদ আলী, তিনি একজন সাধারণ সদস্য পদপ্রার্থী। এ সময় নির্বাচন করতে আগ্রহী অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবেদ আলী উল্লেখ করেন, ইউনিয়নের ওপর দিয়ে বহমান ধাইজান নদীর গ্রাসে নয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার ভোটারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এজন্য ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাসের জন্য বর্তমান চেয়ারম্যান আসাদুর রহমান বাবুল সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।
কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। তদন্তে প্রতিবেদনে বর্তমান চেয়ারম্যানের আবেদনটি সঠিক নয় বলে উল্লেখ করা হয়। এরপর চেয়ারম্যান তাঁর এক নিকটাত্মীয়কে দিয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা ও দলের মনোনয়ন প্রত্যাশী আনিছুল ইসলাম অভিযোগ করেন, মূলত ভোট স্থগিত করার জন্য কূটকৌশল গ্রহণ করে তা বাস্তবায়নের চেষ্টা করছেন বর্তমান চেয়ারম্যান। তদন্ত প্রতিবেদনে ভোটার সংখ্যা পরিবর্তন না হওয়া এবং সীমানা পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা না থাকলেও ক্ষমতায় থাকার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা তফশিল অনুযায়ী আগামী ৭ মে ভোটগ্রহণের দাবি জানান।