ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/14/photo-1460617021.jpg)
মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা নববর্ষ পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সরকারপ্রধান আরো বলেন, জাতিগত সংস্কৃতি ও ধর্মীয় উৎসব একসঙ্গে পালনে বাধা নেই।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সব মানুষ, একেবারে সারা দেশে যত মানুষ, সবাইকে আমি এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এটাই চাই, যে নির্দেশনাগুলো আমাদের সরকারের পক্ষ থেকে গেছে, সবাই সেগুলো যথাযথভাবে মেনে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সবাই মিলে উদযাপন করবে এবং সেটা করেও যাচ্ছেন সবাই। আমাদের দেশের মানুষ মানে সবকিছু। আরেকটা বিষয় আমি বলব, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা এটা কখনো গ্রহণযোগ্য নয়।’