ব্রাহ্মণপাড়া বিএনপির কমিটি অনুমোদন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/14/photo-1460648606.jpg)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ১২ জনের নাম উল্লেখ করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিন।
কমিটিতে সভাপতি হয়েছেন হাজি জসিম উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মহসিন কবির সরকার।
কমিটিতে অন্যদের মধ্যে আছেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. হুমায়ুন কবির খান, সহসভাপতি জহিরুল হক মিঠুন, সহসভাপতি আলী আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সরকার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন,সহসাংগঠনিকসম্পাদক কামাল হোসেন, সদস্য শামসুল আলম মিয়া, শাহ আলম সরকার ও মমিনুল হক।
নতুন সভাপতি হাজি জসিম উদ্দিন জসিম বলেন, এবার সহ আমি পঞ্চমবারের মতো সভাপতি হয়েছি, সবাইকে নিয়ে উপজেলা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।’
এ কমিটি অনুমোদন দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান , মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জেলা বিএনপি সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন করেন সভাপতি হাজি জসিম উদ্দিন জসিম।